১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

ব্যবসায়ীদের ৩০ জুনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরের ধান, চাল, গম, ভোজ্যতেল, চিনি ও ডাল ব্যবসায়ীদের আগামী ৩০ জুনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে।

বুধবার ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

৩০ জুনের মধ্যে নবায়ন ফি জমা দিতে ব্যর্থ হলে ইস্যু করা লাইসেন্স আপনা-আপনি বাতিল হয়ে যাবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসব খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানিকারকদের লাইসেন্স নবায়ন ফি পাঁচ হাজার টাকা, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের দুই হাজার ৫০০ টাকা, খুচরা ব্যবসায়ীদের ৫০০ টাকা, মেজর কমপ্যাক্ট ময়দা মিলের এক হাজার ৫০০ টাকা, রোলার ময়দা কলের ৫০০ টাকা, আটা (চাক্কি) ৩০০ টাকা, ওএমএস ডিলারের (ট্রাক সেল/ফেয়ারপ্রাইস) ৫০০ টাকা।

এতে আরও জানানো হয়, যেসব ব্যবসায়ী এখনও লাইসেন্স নেননি তাদের নতুন অর্থবছরের শুরুতে লাইসেন্স নিতে হবে।

লাইসেন্স নেয়ার ক্ষেত্রে আমদানিকারকদের ফি ১০ হাজার টাকা, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের পাঁচ হাজার টাকা, খুচরা ব্যবসায়ীদের এক হাজার টাকা, মেজর কমপ্যাক্ট ময়দা মিলের তিন হাজার টাকা, রোলার ময়দা কলের এক হাজার টাকা, আটা (চাক্কি) ৬০০ টাকা, ওএমএস ডিলারের (ট্রাক সেল/ফেয়ারপ্রাইস) এক হাজার টাকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ