২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৭

আখাউড়ায় তিন বাড়িতে ডাকাতি, জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে উপজেলার পৌর শহরের কলেজ পাড়ায় সর্বশেষ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে পৌর শহরের কলেজ পাড়ায় বাচ্চু মিয়ার বাড়ির দুই ফ্লাটের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এর আগের দিন (রোববার) রাতে একই উপজেলার পৌর শহরের শান্তিনগরে ডাকাতরা দুই মহিলাকে রক্তাক্ত করে সর্বস্ব লুট করে নিয়ে যাবার ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় মনির ভূইয়ার স্ত্রী হাজেরা বেগম (৪৩) ও তার ছেলে রাসেলের স্ত্রী জান্নাত বেগম (২৩)। এসময় ডাকাতরা ঘরে থাকা নগদ টাকাসহ স্বণালংকার লুটে নেয়। এই ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান জানান, সকলের সহায়তা পেলে ডাকাতদের দ্রুত ধরে আইনের আওতায় আনা যাবে। এছাড়াও এলাকায় বহিরাগতদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি। পাশাপাশি পুলিশকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য নির্দেশ দেন তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৩:০৫ অপরাহ্ণ