২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

চীন-ভারত যুদ্ধের ছবি ‘পল্টন’

বিনোদন ডেস্ক:

২০০৩ সালে যুদ্ধকে বিষয়বস্তু করে বলিউডে শেষ ছবি নির্মিত হয়েছিল। ‘বর্ডার’ নামের সে ছবিটি নির্মাণ করেছিলেন বলিউডের একাধিক হিট ছবির পরিচালক জে পি দত্ত। দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই যুদ্ধকে প্রেক্ষাপট করে ছবি নির্মাণ করতে নেমে পড়েছেন তিনি।

দত্তের এবারের ছবির প্রেক্ষাপট ১৯৬৭ সালে সংগঠিত চীন ও ভারতের মধ্যকার যুদ্ধ। ৬৭-এর সেই যুদ্ধের বেশ কিছু অজানা গল্প নিয়েই এ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। পরিচালক দত্ত তার এবারের প্রজেক্টটির নাম দিয়েছেন ‘পল্টন’। যেটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন রামপাল। এছাড়া টিমে আরও আছেন সিদ্ধান্ত কাপুর, সোনু সুদ ও গুরমিত চৌধুরী।

চীন-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিতব্য এই ‘পল্টন’ ছবির শুটিংয়ের কিছু ঝলক সম্প্রতি নিজের টুইটারে ভিডিও আকারে পোস্ট করেছেন অভিনেতা অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ার দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :মে ৮, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ