২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৮

ঘুষ নেওয়ার অভিযোগে চীনে সিসিপির শীর্ষনেতার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক:

ঘুষ নেওয়ার অভিযোগে চীনা কমিনিস্ট পার্টির (সিসিপি) সান ঝেংচাই নামের এক সাবেক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। প্রায় ২ কোটি ৬৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে আদালত তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খবর জাপান টাইমস।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে সান সর্বশেষ। গত এপ্রিলে ঘুষ গ্রহণের দায়ে ৫৪ বছর বয়সী সান ঝেংচাইকে অভিযুক্ত করা হয়। সান ঝেংচাই পালিটব্যুরোর সাবেক সদস্য। এছাড়া তিনি চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট শি। তারপর থেকে এ অভিযানে দশ লাখেরও বেশি কর্মকর্তা শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

যদিও সমালোচকরা বলছেন, রাজনৈতিক বিরোধীদের ও প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থানের প্রতি চ্যালেঞ্জ হয়ে ওঠা কর্মকর্তাদের দমনে দুর্নীতিবিরোধী এ অভিযানকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট শি। কারো মতে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এমন অভিযান চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে শি জিনপিং বিরুদ্ধে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ