২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

নেত্রকোনায় হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি

নেত্রকোনা প্রতিবেদক:

নেত্রকোনার সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় এক জনকে খালাস দেওয়া হয়।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মে) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ১৬ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমানকে যাত্রী সেজে আসামিরা নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে। ঘটনার পর গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে সোলেমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে একই বছরের ১৮ জানুয়ারি নিহতের ভাগিনা নুরুল আমীন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ চার্জশিট দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৮, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ