নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব ড. মো: মোজাম্মেল হক খান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, কমিটি গঠনের বিষয়ে চূড়ান্তভাবে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে যে কোন কাজ করতে আমরা প্রস্তুত।
৭ মের মধ্যে কোটা পদ্ধতির সমাধান হবে, সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে সচিব বলেন, সেই তারিখ পর্যন্ত ছাত্ররা যদি আন্দোলন বন্ধ রাখতো তাহলে আজ বলা যেত ৭ তারিখের মধ্যে আমরা কোনো সমাধান করতে পেরেছি কিনা। কিন্তু এখন তা আর বলতে পারবেন না।
এদিকে, সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ‘
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

