২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৫

মেসিকে জোর করে রাখেনি বার্সা

স্পোর্টস ডেস্ক:      

বার্সেলোনা-লিওনেল মেসি প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে এ দুয়ের যুগলবন্দি অটুট। এ সময়ে প্রায়শই কানে এসেছে- অর্থ ও প্রাচুর্যে ডুবিয়ে একরকম জোর করে ছোট ম্যাজিসিয়ানকে ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ভিন্ন দাবি করে বসলেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ। তার দাবি, মেসিকে জোর করে ধরে রাখেননি তারা। তাকে যে কেউ কিনতে বা ডেরায় ভেড়াতে চায়- এ নিয়ে কারও কাছ থেকে কোনো প্রস্তাব পাননি।

বার্সার সঙ্গে মেসির সম্পর্ক প্রায় ১৭ বছরের। এ সময়ে তার পারফরম্যান্স ভীষণ ঈর্ষা জাগানিয়া। ক্লাবটিকে জিতিয়েছেন সম্ভাব্য সব কিছু। তা দেখে হিংসায় পুড়েছেন ইউরোপের হেভিওয়েটের অনেকেই।যারপরনাই দলে ভেড়াতে চেয়েছেন তারা। গুঞ্জন আছে, বারবারই ব্যর্থ হয়েছেন তারা। অনেকে নাকি সাহসও করতে পারেননি। সাম্প্রতিক সময়ে পাঁচবারের ব্যালন ডিঅরজয়ীকে দলে টানতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি আগ্রহ দেখানোর পর বিষয়টি আবারও সামনে এসেছে।

এ নিয়ে কথা শুনতে হচ্ছে বার্তোমিউকেও। রেডিও স্টেশন আরএসি১কে তিনি বলেন, এ যাবত কেউ আমাদের কাছে আসেনি। কেউ জানতেও চায়নি তার দাম কত? চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে করে ফেলেছেন ৩৪ গোল। তার ডানায় চড়ে উড়ছেন কাতালানরা। আর মাত্র তিন ম্যাচে হার এড়াতে পারলে লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৮, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ