২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৬

আজ পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান

স্পোর্টস ডেস্ক:

এবারের আইপিএল শুরুর আগে কাউকে ফেভারিট দল নিয়ে প্রশ্ন করলে রাজস্থান রয়্যালসের নাম উঠে আসতেই পারত। দুই বছর পর ফিরে আসা দলটিকে ঢেলে সাজিয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। যে দলে বেন স্টোকস, জস বাটলারের মত বিদেশি ও আজিঙ্কা রাহানে, জয়দেব উনাদকাটের মত খেলোয়াড় আছেন তা শিরোপার দৌঁড়েও এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক। তবে হয়েছে সম্পূর্ণ উল্টো। পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে দলটি। মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শেষ সুযোগ পাচ্ছে রাজস্থান। রাত সাড়ে ৮টায় জয়পুরে এই ম্যাচ হারলে কোয়ালিফায়ারে ওঠার সব সম্ভাবনাই হারাবে দলটি।

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না রাজস্থান। ৯ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে ৮ দলের মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছে রাজস্থান। শেষ তিন ম্যাচে নেই কোন জয়। সর্বশেষ হারটিও পাঞ্জাবের বিপক্ষেই।

অন্যদিকে ভাল অবস্থানে আছে পাঞ্জাব। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এই ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সমান ১৪।

তবে সর্বশেষ চার দেখায় জয়পুরে রাজস্থানকে হারাতে পারেনি পাঞ্জাব। কিন্তু রাজস্থানের অন্যতম সমস্যা তাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে। পাঞ্জাবের বিপক্ষে ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান তোলার পর ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে। ম্যাচটিও হারে। এবার দেখা যাক দুইদিনের ব্যবধানে রাজস্থানের ভাগ্য পরিবর্তিত হয় কিনা।

সূত্র : ক্রিকইনফো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ