১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে একজন নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মজুচৌধুরীরহাট সড়কের হাজিরহাট এলাকায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে শাহজাহান আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহত শাহজাহান আলী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা ও গুরুতর আহত ঝুমুর বেগম নিহতের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে শাহজাহান আলী ও তার স্ত্রী ঝুমুর বেগম অটোরিকশাযোগে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় হাজিরহাট এলাকায় অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  শাহজাহান আলী ও ঝুমুর বেগম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহজাহান আলীকে নোযাখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ