১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে স্ত্রীর পরকীয়া সইতে না পেরে এক স্বামী রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরখানের আমাইয়া এলাকায়। ওই ব্যক্তির নাম রিপন চন্দ্র দাশ (৪০)। তিনি স্থানীয় কাঁচকুড়া বাজারে টেইলার্সের দোকানে কাজ করতেন।

এই ঘটনায় নিহতের ছোট ভাই শীতল বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

শীতল গণমাধ্যমকে বলেন, ‘ভাবি স্থানীয় প্রভাবশালী জীবন দাসের সঙ্গে পরকীয়া করতেন। ভাই এটা জানার পর ভাবিকে বেশ কয়েকবার সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেছিলেন। কিন্তু ভাবি বিষয়টি তার প্রেমিককে জানালে তিনি ভাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেন। এরই রেশ ধরে রবিবার রাত সাড়ে নয়টার দিকে ভাইয়ের লাশ পাওয়া যায়।’

শীতল আরও বলেন, এক ব্যক্তি মোবাইলে তাকে জানান তার ভাইয়ের লাশ রাস্তার পাশে পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধা্র করেন। ধারণা করা হচ্ছে ভাবির পরকীয়া সহ্য করতে না পেরে তার বড়ভাই আত্মহত্যা করেছেন। তবে তাকে রেললাইনে ফেলে জীবন দাস হত্যা করে থাকতে পারেন বলেও সন্দেহ করছেন শীতল।

নিহত রিপনের দুই মেয়ে। এর মধ্যে একটি মেয়ে নবম শ্রেণিতে ও অন্যজন দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানান শীতল।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন রেললাইনে। এটা দেখবে কমলাপুর জিআরপি থানা ও ভৈরব থানা। আমি দুই থানাকে বলে দিয়েছি। তারা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তবে নিহতের পরিবারের কাছে শুনেছি, মনে হচ্ছে পরকীয়াঘটিত একটা ব্যাপারে তিনি আত্মহত্যা করেছেন। এখানে অন্য ঘটনাও থাকতে পারে। ’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ