১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন বিএনপি নেতা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাস করছেন। একই সঙ্গে তার মেয়েও এসএসসি পাস করেছে।

জানা যায়, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে। অপরদিকে, আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আশরাফ পাহেলী নিজেও এবার পরীক্ষা দেয়া ও পাস করার বিষয়টি স্বীকার করেছেন।  এর আগে আশরাফ পাহেলী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৭, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ