১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪২

ঝালকাঠিতে বিএনপির গণ-সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে গণ-সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে আটকে রেখে সরকার নীল নকশার নির্বাচন করতে চায়। দেশে কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না। অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগের দাবি জানান বিএনপি নেতারা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ