২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৩

এএসসি ফলাফল: দিনাজপুর বোর্ডে শীর্ষে রংপুর

গোলাম আযম, রংপুর প্রতিনিধি:

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা।

২০১৮ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৬১৯টি বিদ্যালয়ের ১ লাখ ৮৬ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হন ১লাখ ৪৪ হাজার ৮৭৬জন।

রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে রংপুর জেলার পাশের হার ৮২ দশমিক ০৮। এই জেলার ২৮ হাজার ২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১২০ জন।

গাইবান্ধা জেলার পাশের হার ৮০ দশমিক ৯৫ ভাগ। এই জেলার ২০ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৩ জন।

নীলফামারী জেলার পাশের হার ৭৮ দশমিক ৪৮ ভাগ। ১৬ হাজার ৪৭০ জন উত্তীর্ণ ও ১ হাজার ২০৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

কুড়িগ্রাম জেলার পাশের হার ৭৮ দশমিক ২১ ভাগ। ১৬ হাজার ১৭৩ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯ জন।

ঠাকুরগাঁও জেলার পাশের হার ৭৬ দশমিক ৪০ ভাগ। ১৫ হাজার ১৩ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৬ জন পরীক্ষার্থী।

দিনাজপুর জেলার পাশের হার ৭৫ দশমিক ৭২ ভাগ। ২৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

লালমনিরহাট জেলার পাশের হার ৭৪ দশমিক ০৮ ভাগ। ১০ হাজার ৯৭৩ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছেন ৪৮৭ জন।

পঞ্চগড় জেলার পাশের হার ৭৮ দশমিক ৮৮ ভাগ। ৯ হাজার ৩৮৮ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ৩৯৭ জন পরীক্ষার্থী।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ