১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই বলেন, দেশের মানুষ এখন তাদের অধিকার থেকে বঞ্চিত। সারাদেশে এখন পুলিশী রাজত্ব কায়েম করছে সরকার। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিয়ে অগণতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ