১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে তিন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, শ্রমিকরা বরিশালের আগৈলঝাড়ার বাকলা গ্রামে ধানকাটা শেষে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। এ সময় আহত হন অন্তত ১১ শ্রমিক।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৭, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ