১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

মেসির আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারজুড়েই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত লিওনেল মেসি। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানো এল ক্লাসিকোতেও দারুণ এক কীর্তি গড়েছেন তিনি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ দুই জায়ান্টের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতা এখন ছোট ম্যাজিসিয়ান। ইতিমধ্যে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সালোনা। তাই কাগজ-কলমে দলটির কাছে ম্যাচটির গুরুত্ব তেমন ছিল না! অন্যদিকে, শিরোপাবঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এখন চ্যাম্পিয়নস লিগেই তাদের চোখ। ফলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা নয়- ধারণা করেছিলেন অনেকে!

তবে বার্সা-রিয়াল ম্যাচে দেখা গিয়েছে উল্টো ছবি। পুরো ম্যাচেই রোমাঞ্চ ছড়িয়েছে, আগুন ঝরেছে। শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা ‘এল ক্লাসিকো’ ২-২ গোলে ড্র হয়েছে। লুইস সুয়ারেজের গোলে শুরুতে এগিয়ে যায় আর্নেস্তো ভালভার্দের দল। পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে সমতা ফেরে রিয়াল।

প্রথমার্ধের শেষ বেলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার সার্জিও রবার্তো। তাতে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া দলকে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে দেন মেসি। ৫২ মিনিটে দারুণ নৈপুণ্যে গোলটি করে রেকর্ড গড়েন তিনি। এ নিয়ে ক্যাম্প ন্যুতে লিগ ক্লাসিকোয় সাত গোল পেলেন মেসি। দুদলের অন্য খেলোয়াড়দের মধ্যে কারও এ কীর্তি নেই। এর আগে একই মাঠে লা লিগার ক্লাসিকোয় ৬ গোল করে রেকর্ডের মালিক ছিলেন ফ্রান্সিসকো জেন্তো। ১৯৫৩-৭১ পর্যন্ত সময়ে এ কৃতিত্ব দেখান রিয়াল ফরোয়ার্ড।

সব মিলিয়ে এল ক্লাসিকোয় মেসির গোলসংখ্যা ২৬টি। আর চলতি মৌসুমে লিগে ৩৩টি। পরে দলকে সমতায় ফেরান গ্যারেথ বেল। শেষ পর্যন্ত থরে থরে নাটকীয়তা ভরপুর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৭, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ