১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাফ হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক আলতাফ হোসেন একজন সন্ত্রাসী। তার নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার ভোর ৪টার দিকে দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশররফ হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি রামদা উদ্ধার করেছে পুলিশ। ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, দৌলতপুরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আলতাফ হোসেন নিহত হয় নিহত আলতাফের নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি  

প্রকাশ :মে ৭, ২০১৮ ৯:৫৮ পূর্বাহ্ণ