লাইফ স্টাইল ডেস্ক:
অনেকে বিয়ের বয়স পার হওয়ার পরও বুঝতে পারে না যে বিয়ের সময় হয়েছে কিনা, অাবার অনেকের বিয়ের বয়স না হওয়ার পরও বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন।
এক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যা বিশ্লেষণ করে বুঝতে পারবেন বিয়ের পিঁড়িতে বসার সময় হয়েছে কিনা। তাহলে জেনে নেয়া যাক এমন কয়েকটি তথ্য। তবে এ টিপস একান্তই তাদের জন্য যারা ইতোমধ্যে প্রমের সম্পর্কে জড়িয়েছেন।
স্বপ্ন পরিণত হতে উতলা:
প্রেম করেই যাচ্ছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। তখন কী হবে? যখন আপনারা দুজনেই বুঝবেন একসঙ্গে দেখা স্বপ্নগুলো এখন আর শুধু স্বপ্ন হয়ে থাকতে চাচ্ছে না। বরং পরিণত হওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। তো তখনই সেরে ফেলুন বিয়ে। ভাবছেন কখন বুঝবেন? এ উত্তরটা আপনার মনই বলে দেবে।
যখন ঝগড়ার ইতি ঘটাবেন:
যারা সারাজীবন একসঙ্গে পার করার প্রতিজ্ঞা করেন তারা খুব বেশিক্ষণ রাগ-অভিমান করেও থাকতে পারেন না। এরপরও যদি কোনো সিরিয়াস বিষয়ে ঝগড়া হয় তাহলে আর উপায় কী? দিয়ে দিন বিয়ের প্রস্তাব, সব ঠিক হয়ে যাবে।
সম্পর্কের নব সূচনা:
সম্পর্ক থাকলে সমস্যা হবেই। কিন্তু তাই বলে তো আর সম্পর্ক নষ্ট করে দেয়া যাবে না। সব ঝামেলা ভুলে গিয়ে আবার নতুন করে সম্পর্কে জেল্লা ফিরিয়ে আনতে চাইলে বিয়ের চেয়ে উত্তম উপায় আর নেই।
যখন সঙ্গীর মাঝে প্রশান্তি ও স্বস্তি মিলবে:
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন সঙ্গী পাশে থাকলে আর বাড়ির কথা মনে পড়ে না, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক প্রশান্তির হয় এবং আপনাকে পূর্ণতা দান করে। তাকে ছাড়া আর এক মুহূর্ত পার করা অসম্ভব বলে মনে হয়, তাহলে আর দেরি নয়। বাজিয়ে দিন বিয়ের ঘণ্টা।
যখন খুবই কাছাকাছি থাকার ইচ্ছে:
অনেক প্রেমিক-প্রেমিকা আছে প্রেম করেই যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ সময়ে পাশাপাশি থাকার ইচ্ছে থাকলেও হচ্ছেনা। অথবা দুজনেই চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। তখন অন্য কোনো বাধা আসার আগেই দিয়ে দিন বিয়ের প্রস্তাব।
এসব কিছুর রুপান্তর আপনার ভিতর ঘটলেই বুঝবেন যে বিয়ে করার সময় হয়ে গেছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ