১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিফাত আহম্মেদ আপেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে পৌর এলাকার বাগানটুলি নামক স্থানের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সিফাত আহম্মেদ আপেল (২৬) শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুরের নজরুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, ওই এলাকার একটি ভাড়া বাড়িতে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে সিফাত। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে সিফাতকে গ্রেফতার করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই আরও জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ
 
প্রকাশ :মে ৬, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ