২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেই সেখানে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার এসএসসি ফল প্রকাশের এক অনুষ্ঠানে বান্দরবfন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, পাহাড়ে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই। কে পাহাড়ি কে বাঙালি সেটি বিবেচ্য নয়। পাহাড়ে সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রী বলেন, সব মানুষেরই মৌলিক অধিকার রয়েছে। আমাদের সে অধিকার পূরণ করতে হবে।

শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে বেতছড়ি এলাকায় আবারও দুর্বৃত্তরা হামলা চালালে পাঁচজন নিহত হন। এর আগে বৃহস্পতিবার ৫৫ বছর বয়সী আইনজীবী শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সংস্কারপন্থীদের নেতা ছিলেন।

ভিডিও কনফারেন্সে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

বরিশালের উন্নয়নে সরকারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বরিশালে রেল নেই, সেখানে রেল যাবে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক স্কুল প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ইনশাল্লাহ, বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশ হবে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলব।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৬, ২০১৮ ৩:৩৪ অপরাহ্ণ