১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

রংপুরে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার রবিউল আউয়াল সাংবাদিকদের জানান, রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলামের নেতৃত্বে অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এস এম ওয়াজেদ আলী সরদার সাংবাদিকদের বলেন, লুব্রিকেটিং ওয়েল পাম্প লিক থেকে আগুনের সূত্রপাত। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে দায়িত্বে কারো কোনো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া এটি কোনো নাশকতা কিনা তাও খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ