১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

আজ পহেলা জুন পর্দা উঠছে ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির।  উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচকে ঘিরে ইংলিশ মিডিয়ায় চলছে নানা আলোচনা ও তর্ক-বিতর্ক। ইংলিশ মিডিয়াতে দেয়া দেশটির ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সামনে একটি কলার খোসা অপেক্ষা করছে।’

এর যুক্তি হিসেবে গার্ডিয়ানকে টিম উইগমোর বলেন, ‘এটা হচ্ছে বাংলাদেশ, যাদের কাছে ২০১৫ সালের বিশ্বকাপে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। এই হারের প্রভাব ছিল সুদূরপ্রসারী।’ কিন্তু টুর্নামেন্টে স্বাগতিক ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন জিওফ্রে বয়কট। ‘দ্যা টেলিগ্রাফে’ তিনি লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ইংল্যান্ড দল খেলবে তারা আগের মতো নয়। একটা সময় ছিল আমরা আমাদের পুরনো পদ্ধতিতে ব্যাটিং করতাম যার কারণে অনেক দলের পেছনে পড়ে ছিলাম। কিন্তু বর্তমানে দলের ক্রিকেটাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শিখেছে। আমরা একদিনের ক্রিকেটে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলতে পারছি। বর্তমান ইংল্যান্ড দল কোন ধরণের ভয় ছাড়াই খেলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ১:১০ অপরাহ্ণ