স্পোর্টস ডেস্ক:
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সম্ভাবনা কতোটা? অনেকের মতে তেমন নেই। ২০০২ এর যুগ্ম চ্যাম্পিয়নরা খুব ধারাবাহিকতায় নেই। তার ওপর তাদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ফিটনেস সমস্যাটা যাচ্ছেই না। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেনিংটন ওভালে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ ওটি। আর সেই ম্যাচেই কি না কাফ ইনজুরির কারণে ম্যাথুজের খেলা অনিশ্চিত।
এই বৈশ্বিক আসরে বেশ আগে থেকেই ম্যাথুজকে নিয়ে সমস্যা। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সফরে তাকে পায়নি শ্রীলঙ্কা দল। আসলে হ্যামস্ট্রিংয়ের যে সমস্যা তাকে ভোগাচ্ছিল তার জন্য গত জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি ম্যাথুজ। আর প্রোটিয়াদের বিপক্ষে তিনি মাঠে নামতে না পারলে তার জায়গায় লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক উপুল থারাঙ্গা। গত বছরের শেষটা থেকে পায়ের নানা সমস্যা ম্যাথুজের। শ্রীলঙ্কা ক্রিকেট একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাথুজের ব্যথা ও জড়তার অভিযোগ আছে। এই কারণে রেডিওগ্রাফিক বিশ্লেষণ দরকার। দ্রুত হয়তো সুস্থতার দিকে ফিরবে সে। তবে সম্ভবত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার।’ ম্যাথুজকে না পাওয়া মানে দারুণ এক অল-রাউন্ডারকে বাইরে বসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে শ্রীলঙ্কার মাঠে নামা। ইংল্যান্ডের কন্ডিশনে এই খেলোয়াড় বরাবরই বেশ সাফল্য পেয়ে থাকেন।
দৈনিক দেশজনতা/এন এইচ