১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

রাতে পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান

স্পোর্টস ডেস্ক:

দুই বছরের নিষেধাজ্ঞার পর এ বছর আইপিএলে ফিরেছে দুই দল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মিল শুধু এটুকুতেই। পারফরম্যান্সে নেই। চেন্নাই ১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। আর রাজস্থানের অবস্থান একেবারে তলানিতে। রোববার রাতে শীর্ষ চার দলের আরেকটি কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে তারা। পাঞ্জাবের ঘরের মাঠ ইন্দোরে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এবারের আইপিএলে সবচেয়ে দামী দুজন খেলোয়াড় বেন স্টোকস ও জয়দেব উনাদকাট রাজস্থানের সদস্য। এদের দলে ভেরাতে খরচ হয়েছিল ২৪ কোটি রুপি। কিন্তু এর বিনিময়ে যা প্রয়োজন অর্থাৎ ক্রিকেট মাঠে পারফরম্যান্স, কেউই দিতে পারেননি। অল রাউন্ডার স্টোকসের বোলিংয়ে ইকোনমি রেট ৯.৮০। ১৮.৫০ গড়ে তিনি ১৪৮ রানও করেছেন। অন্যদিকে বাঁহাতি পেসার উনাদকাটের ইকোনমি রেট ১০.৩৮। ব্যাট ও বলে ভাল পারফর্মারের অভাবেই ম্যাচগুলো হারছে দলটি।

অন্যদিকে শীর্ষ দলগুলোর একটা পাঞ্জাব। দলটির ক্রিস গেইল, মুজিব উর রহমানের মত ক্রিকেটার কিনতে এত অর্থ খরচ হয়নি। দলে ভাল পারফর্মাররাও আছেন। ফলে ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব। এই ম্যাচটি তাদের জন্য শীর্ষ চারে অবস্থান দৃঢ় করার।

পাঞ্জাব ও রাজস্থান কোন দলই শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি। দুই দলই চাইবে এই ম্যাচ জিতে জয়ে ফিরতে। তাছাড়া কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোন বিকল্প নেই রাজস্থানের। শেষ হাসি কোন দলের হবে তা জানতে অপেক্ষা করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৬, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ