২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৭

মোদিকে ঠেকাতে আত্মহত্যার হুমকি সাবেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:

নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। এ জন্য তিনি নাকি আত্মহত্যারও হুমকি দিয়েছিলেন। কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি নিজেই জনতা দল সেকুলার (জেডিএস) নেতা দেব গৌড়ার বিরুদ্ধে এ অভিযোগ করেন।

তুমাকুরুতে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মোদি বলেন, দেব গৌড়ার প্রতি সমসময় শ্রদ্ধাশীল তিনি। জনতা দল সেকুলার নেতা দীর্ঘজীবী হন এমনই কামনা করেন। মোদি আরও বলেন, কর্নাটকে সবাই নাকি বলছেন জেডিএস হারাতে পারবে না কংগ্রেসকে। কিন্তু বাস্তবে জেডিএসের সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে। সেই বোঝাপড়া পর্দার আড়ালে চলছে। জেডিএসের সমর্থনেই বেঙ্গালুরুতে মেয়র নির্বাচন করেছে কংগ্রেস। যাতে কেউই জানতে না পারে সে জন্য সব কাজই হয়েছে গোপনে। কংগ্রেসের উচিত এবার খোলস ছেড়ে বেরিয়ে এসে সত্যের সম্মুখীন হওয়া।

কয়েক দিন আগেই উদুপিতে প্রচারে গিয়ে মোদি দেব গৌড়ার সমর্থনে একাধিক কথা বলেছিলেন। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছিলেন, ‘কংগ্রেস দিনের পর দিন সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়াকে অপমান করে চলেছে। এটি বন্ধ করতে হবে।’ তবে মোদির এ বক্তব্যে আমল না নিয়ে দেব গৌড়া উল্টো বলেছিলেন, জনগণের সহানুভূতি পেতেই এসব কথা বলছেন মোদি।

প্রকাশ :মে ৬, ২০১৮ ১২:৩৮ অপরাহ্ণ