১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুলে পারাপার চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রামের একটি পুলের ভগ্নদশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে শিশু শিক্ষার্থীসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের এ পুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সাত বছর ধরে পুলটি বেহাল অবস্থায় পড়ে আছে। পুল দিয়ে প্রতিদিন শত শত লোক ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। শিশু শিক্ষার্থীদের কোলে করে এ পুল পার করাতে হয়। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে এলাকাবাসীর। পুলের অধিকাংশ খাম্বা ও তক্তা  খোয়া গেছে। স্থানীয় লোকজন নানাভাবে পুলটি জোড়াতালি দিয়ে সচল রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, এখন আর পুলটি জোড়াতালি দিয়ে রাখা সম্ভব নয়। এখন প্রয়োজন পুনঃনির্মাণ। স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল হাওলাদার বলেন, জনগুরুত্ব বিবেচনায় পুলটি জরুরিভিত্তিতে পুনঃনির্মাণ করা একান্ত আবশ্যক। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেন তিনি। খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার বলেন, তার ওয়ার্ডেই পুলটির অবস্থান। বর্ষা মৌসুমের আগেই নিজ অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে পুলটি চলাচলের মোটামুটি উপযোগী হওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। ইউপি সদস্য আরো বলেন, পুলটির নাজুক অবস্থার বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৯:৫৩ অপরাহ্ণ