১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশের তিন জেলা ঝিনাইদহ, হবিগঞ্জ এবং রাজবাড়ীতে পৃথক বজ্রপাতের ঘটনায় শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী-ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডুতে বিকাল সাড়ে ৩টায় বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৪৭) ও মানোয়ার হোসেন (৪২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মনোয়ার হোসেন কৃষক এবং নির্মল কুমার শর্মা পেশায় কাঠমিস্ত্রি।

মনোয়ার হোসেন হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের ভরসা আলী মণ্ডলের ছেলে। অন্যদিকে নির্মল কুমার মহেশপুরের বাতানগাছি গ্রামের মদন কুমার শর্মার ছেলে।

নিহত মানোয়ার হোসেনের ভাতিজা নাজিম উদ্দিন জানান, ভালকী মাঠে ধান আনতে গেলে বজ্রপাত মনোয়ারের শরীরের ওপর পড়ে। এতে তার শরীরে আগুন ধরে যায়। মাঠের কৃষকরা মনোয়ারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নির্মল কুমার শর্মা ব্যক্তিগত কাজে মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর বাজারে আসে। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বাজারের একটি বটগাছের নিচে আশ্রয় নেয় সে। বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সুনামগঞ্জ সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরে দুপুর ২টায় বজ্রপাতে  ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়।

নিহতরা হলো- উজান সাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে একা রানী দাস (১৮) এবং ভাটি সাফেলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে কৃষক মো. এখলাছুর রহমান (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কৃষক এখলাছুর রহমান গ্রামের পাশে জোয়ালভাঙ্গা হাওরে ধান কাটার সময় এবং কলেজছাত্রী একা একই সময়ে হাওরে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের আত্মীয়স্বজনরা হাওর থেকে দুজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় শিক্ষার্থী একা রানী দাস মারা যায়। কৃষক এখলাছুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, গত দুই সপ্তাহে জেলায় বজ্রপাতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হলো।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের স্থানীয় বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত খোরশেদ বেপারী (৬৫) মুন্সীপাড়ার মৃত হাতেম বেপারীর ছেলে।

উজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যান আবদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৫, ২০১৮ ৯:৩৫ অপরাহ্ণ