২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫২

ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক:

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারী মহাসচিব পদে কাজাখস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে এ বিষয়ে ভোটগ্রহণের আয়োজন করা হয়। এতে ১৮ ভোটের মধ্যে ৬ ভোট পায় বাংলাদেশ। অন্যদিকে সর্বোচ্চ ১২ ভোট পেয়ে জয়ী হয় কাজাখস্তান।

মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির এশিয়া গ্রুপের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারী মহাসচিব পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ( দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসানকে মনোনিত করা হয়েছিল।

শনিবার ঢাকায় ইসলামি সহযোগি সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের (ওআইসি-সিএফএম) ৪৫তম অধিবেশন শুরু হয়েছে। এতে রোহিঙ্গা সংকটসহ সারাবিশ্বে মুসলিমরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেসব বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।

এই বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘টেকসই শান্তির জন্য ইসলামি মূল্যবোধ, সংহতি ও উন্নয়ন’।

১৯৮৩ সালের পর দ্বিতীয়বারের মতো সিএফএম সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৫, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ