১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

আফগানিস্তান ও উইন্ডিজ সফরে ডাক পাচ্ছেন ৩০ ক্রিকেটার :নান্নু

স্পোর্টস ডেস্ক:

গত মার্চে শেষ হওয়া নিদাহাস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ বিসিএল খেলার পর বিশ্রামে আছেন ক্রিকেটাররাও। তবে জুনের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দল। একই সঙ্গে ব্যস্ততা বাড়বে বাংলাদেশ ‘এ’ দলেরও। জাতীয় দল ও ‘এ’ দল মিলিয়ে চলতি মাসে দেশের প্রায় অর্ধশতাধিক জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকছে বিসিবি।

জাতীয় দলের নির্বাচকরা চূড়ান্ত করে ফেলেছেন ক্রিকেটারদের তালিকা। আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পাচ্ছেন ৩০ ক্রিকেটার। চলতি মাসেই শুরু হতে চলা হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্পে সুযোগ পাচ্ছেন ২২ জন ক্রিকেটার। যেখানে ‘এ’ দলের জন্য সুযোগ পাবেন ৬ থেকে ৮ ক্রিকেটার।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এবং তিনি আরও বলেছেন, আজই বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। আগামী ১৩ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কাছাকাছি সময়েই এইচপি ও ‘এ’ দলের সমন্বয়ে আরেকটি ক্যাম্প শুরু হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলা অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ক্যাম্পে ডাক পাচ্ছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘এ’ দলে ডাক পাবেন নাঈম ইসলাম।
গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কাল (আজ) আমরা দল জমা দিচ্ছি। ৩০ সদস্যের প্রাথমিক দল হবে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য। কিছু
খেলোয়াড়কে ‘এ’ দলে রাখব। ওদের এইচপির সঙ্গে যুক্ত করছি। এইচপি দলটা হবে ২২ জনের। ৬-৮ জনকে ‘এ’ দলে দেব।’
প্রাথমিক দলে বড় কোনো চমক থাকছে না। এই দল থেকেই বেছে নেয়া হবে আগামী দুই সিরিজের দল। প্রধান নির্বাচক বলেছেন, ‘প্রাথমিক দলটা নিয়ে আপাতত আমরা কাজ করব। আফগানিস্তান সিরিজের পর লম্বা সফর আছে। ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি আছে। খুব চ্যালেঞ্জিং সিরিজ। জাতীয় দলের সঙ্গে সঙ্গে ‘এ’ দলের সিরিজ আছে। আমরা একটা সমন্বয় তৈরি করছি। যারা ১-২ বছরের মধ্যে জাতীয় দলে আসবে বা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে।’
ইনজুরির কারণে প্রাথমিক দলে থাকছেন না নাসির হোসেন। তাসকিন আহমেদের বিষয়টিও নিশ্চিত হবে ফিজিও’র রিপোর্ট পাওয়ার পর। অস্ত্রোপচার লাগছে না মেহেদী হাসান মিরাজেরও। প্রধান নির্বাচক বলেছেন, ‘ডাক্তার বলেছেন, মিরাজ ভালো অবস্থানে আছে। অস্ত্রোপচার নাও লাগতে পারে।’
নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশের গাইডলাইন অনুযায়ী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। প্রধান নির্বাচক বলেছেন, ‘কোর্টনি
ওয়ালশ যেহেতু শেষ সিরিজে কোচ ছিলেন। তার গাইডলাইন অনুযায়ী ১৩ তারিখে ক্যাম্প শুরু হবে।’
প্রাথমিক দল নিয়ে কোচ ও অধিনায়কদের সঙ্গে আলোচনা করেছেন নির্বাচকরা। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা এরই মধ্যে অধিনায়কের সঙ্গে আলাপ সেরে নিয়েছি এগুলো নিয়ে। কোচের সঙ্গে প্ল্যান থাকে সিরিজের আগে। কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় মারিওর অধীনে। মারিও এটা পরিচালনা করবে। আমাদের কাজ ৩০ জনের পুল দেওয়া।’
দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :মে ৫, ২০১৮ ১০:০৩ অপরাহ্ণ