১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

বগুড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল জাতীয়তাবাদী শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে শহরের গালাপট্রিস্থ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে নবাববাড়ী রোডে শেষ হয়।

এরপর জেলা বিএনপি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা জেলা সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মিটুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, বিএনপি নেতা বিএইচ কামরুজ্জামান রাফু, রফিকুল ইসলাম, মাসুদ রানা, শ্রমিকদল নেতা সাইদুল কবির, লিটন শেখ বাঘা, মোশারফ হোসেন স্বপন, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, বেলাল মন্ডল, স্বেচ্ছাসেবকদলের মাহবুব হাসান লেমন, ছাত্রদলের আবু জাফর জেম্স প্রমুখ।

সভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে কারা মুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। তাই রাজপথের আন্দোলনে শ্রমিকদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ