২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

মেহেরপুরে জামায়াতের ৭ নেতা কর্মী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে গোপন বৈঠক চলাকালে ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমিরসহ ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার এলাঙ্গী-আনন্দবাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাহবুব উল আলম,গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, বড় বামুন্দী গ্রামের আব্দুল খালেক, শালদহের মহিদুল ইসলাম, বেড় গ্রামের হাসেম আলী, নাসির উদ্দীন (অন্ধ), আনন্দবাস গ্রামের আব্দুর রহিম।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা গাংনী থানার মামলা নং ৫ তাং ০৩-০২-১৮ ইং এর আসামি। তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ