২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৯

উগান্ডার হয়ে মাত্র ১৪ বলে ৫০ আফ্রিদির!

স্পোর্টস ডেস্ক:

চমকে যাওয়ার মতই শিরোনাম। আফ্রিদি আবার উগান্ডায় কেন? আসলে আফ্রিদি নয়। তার বদলে রেকর্ডটি গড়েছেন তারই ভাতিজা মোহাম্মদ ইরফান। বোলারদের ত্রাস শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন বেশ আগেই। তবে তার অবর্তমানে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন তারই ভাতিজা মোহাম্মদ ইরফান আফ্রিদি।

গত বুধবার আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের চতুর্থ খেলায় কুয়ালালামপুরে ভানুয়াতুর (দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল) বিপক্ষে ইরফান আফ্রিদি উগান্ডার হয়ে মাত্র ১৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশগুলোর বিবেচনায় দ্রুততম ফিফটি।

এদিন ১৭ বলে ৫১ রান করেন ইরফান আফ্রিদি। নিজেকে চাচা শহিদ আফ্রিদির মতই অলরাউন্ডার হিসেবেই গড়ে চুলছেন তিনি। কিছুদিন আগে ১০ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। যেটি তার ক্রিকেট ক্যারিয়ারে সেরা বোলিং স্পেল।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৭:৩১ অপরাহ্ণ