১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

আগামীকাল মোশারেফ হোসেন শাজাহানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

 

এম. শরীফ হোসাইন, ভোলা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষিয়ান নেতা, প্রবীণ রাজনীতিক, সাবেক মন্ত্রী, বিশিষ্ট লেখক-সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, সংগিত শিল্পী, সমাজকর্মী, দেশ বরেণ্য ব্যক্তিত্ব, সাবেক পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী ভোলার গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহান এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আগামীকাল ৫ মে। এ উপলক্ষে ভোলা জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। শনিবার দিনব্যাপী থাকছে শোক র‌্যালী, আলোচনা সভা, প্রয়াত নেতার কবর জিয়ারত, জীবন ভিত্তিক আলোচনা ও দোয়া মাহফিল। এছাড়া প্রায়াত নেতার স্মরণে ভোলার সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও প্রস্টারে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রয়াত নেতা মোশারফ হোসেন শাজাহানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সকাল ৮টায় কোরআনখানী ও কবর জিয়ারতের মধ্য দিয়ে বনাঢ্য কর্মসূচিরর সূচনা করা হবে। এরপর সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোকর‌্যালী বের হবে। পরের দিন ৬ মে সন্ধ্যা ৭ টায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে মরহুম মোশারেফ হোসেন শাজাহান স্মরণে এক স্মরণসভার পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মোশারেফ হোসেন শাজাহান ফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ