১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

দূর্ভাগা ইনজুরি কেড়ে নিতে পারে তারকাদের বিশ্বকাপ ভাগ্য

স্পোর্টস ডেস্ক:

ঘনিয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। দল গোছাতে শুরু করেছে দেশগুলো। তবে এরই মধ্যে ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে অনেক কোচকে। যে তালিকায় আছে অনেক বাঘা বাঘা নাম। সেরা তারকাদের নিয়ে বিশ্বকাপে লড়াইয়ে নামার প্রত্যাশা সব দেশের, তবুও কখনো কখনো ইনজুরি নামক দুর্ভাগ্য এসে হানা দেয় এই স্বপ্নের মধ্যে।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম এবারের বিশ্বকাপে যাওয়া নিয়ে সংশয় রয়েছে এমন খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছে। তালিকার শুরুতেই রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের নাম।

গোল ডটকম লিখেছে, পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের সেরা তারকা নেইমারের ফিটনেস নিয়ে সন্দেহ এখনো দূর হয়নি। গত মার্চে নেইমারের পায়ে অপারেশন করা হয়েছে, সেই থেকেই মাঠের বাইরে প্যারিস সেন্ট জার্মেইর এই ফরোয়ার্ড। ব্রাজিল দলের ফিজিও বলেছেন, ২৬ বছর বয়সী ফুটবলারের মাঠে ফিরতে তিন মাস লাগতে পারে। তাবে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর কথায় আশ্বাস পেতে পারে নেইমার ভক্তরা। ক্লাবের চিকিৎসক জানিয়েছেন মে মাসের শুরুতেই নেইমার দলের সাথে যোগ দিতে পারেন।

গত বিশ্বকাপেও দেশের মাটিতে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যায় ব্রাজিল। তবে সেই ব্রাজিলের তুলনায় এবারের দলটি অনেক শক্তিশালী, বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন দলে। নেইমারও আগের তুলনায় অনেক পরিণত। তাই এবার ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা হেক্সা জয়ের। কিন্তু শেষ মূহুর্তে নেইমার বিশ্বকাপ মিস কররে শুধু ব্রাজিল দল নয়, পুরো বিশ্বকাপই রঙ হারাবে।

জার্মানির সেন্টার ব্যাক জেরোমি বোয়াটেংও আছেন এই তালিকায়। উরুর চোট কাটিয়ে উঠতে না পারলে তাকে ছাড়াই দল সাজাতে হবে জোয়াকিম লো’কে। আর্জেন্টিনার মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোরও বিশ্বকাপ নিয়ে সংশয় রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৮:২০ অপরাহ্ণ