নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অাজ ঢাকা পরিবহন মালিক সমিতি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকাল থেকে এ রুটে এনা পরিবহন বাদে সব কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সাংবাদিকদের জানান।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ‘মৃত্যু ফান্ড’ নামে তাদের সংগঠনের একটি তহবিল রয়েছে, যার অর্থ সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের সহায়তায় ব্যয় করা হয়।
“ওই তহবিলের জন্য সিলেটগামী প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হত। সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫০ টাকা করায় ঢাকা পরিবহন মালিক সমিতি সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।”
সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, “অবৈধভাবে চাঁদা নেয়ার প্রতিবাদে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
দৈনিক দেশজনতা/ টি এইচ