২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

সাহিত্যে এবছর নোবেল পুরস্কার স্থগিত

অনলাইন ডেস্ক:

যৌন হয়রানির অভিযোগ থাকায় সুইডিশ অ্যাকাডেমি এ বছর সাহিত্যে নোবেল পুরষ্কার স্থগিত করেছে।শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার স্থগিত করার এই ঘোষণাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অ্যাকাডেমির স্থায়ী সেক্রেটারি অ্যান্ডার্স ওলসন বলেন, পরবর্তী নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার আগে অ্যাকাডেমির প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সময় নেয়া প্রয়োজন বলে আমরা ভেবে দেখেছি।

অ্যাকাডেমির এই সংকটের শিরোমনি ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্ট। সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি।

তার বিরুদ্ধে অ্যাকাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিকজনকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ রয়েছে।

সুইডেনের একটি পত্রিকায় এই যৌন হয়রানির খবর প্রথম প্রকাশ পেয়েছে।

১৯০১ সাল থেকে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দিয়ে আসছে সুইডিশ অ্যাকাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সর্বশেষ ১৯৪৩ সালে পুরস্কার দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

দীর্ঘ সাত দশকের বেশি সময় পর আবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ