২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

খারাপ আবহাওয়ার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ