লাইফ স্টাইল ডেস্ক:
দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত হতে হয় আমাদের অনেককেই।সমাজে মেলামেশার সময়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দাঁতের এই হলদেটে দাগ।
নানা কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে। দাঁতের অযত্ন, তামাক সেবন,নিয়মিত ওষুধ সেবন,পান মশলা কিংবা মদ্যপানের কারণে
চলে যেতে পারে দাঁতের স্বাভাবিক শুভ্রতা।
যারা দাঁত হলুদ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাঁরা নানা উপায়ে দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনার চেষ্টা করেন।নানা ধরনের টুথপেস্ট,
পাউডার, ফ্লস— অনেক রকমের কৌশল তাঁরা এজন্য প্রয়োগ করে থাকেন।কিন্তু কোনওটাতেই খুব সুফল মেলে না।
সেক্ষেত্রে তাঁরা খোঁজেন এমন কোনও উপায় যা নিশ্চিতভাবে এবং দ্রুত হলুদ দাঁতকে সাদা করে তুলতে পারে।
সত্যি কি সেরকম কোনও উপায় রয়েছে?
আশার কথা, রয়েছে তেমন উপায়।এবং এই উপায়ে মাত্র ২ মিনিটে হলুদ দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।
হলদেটে দাঁত নিয়ে যারা এমন সঙ্কোচে ভোগেন তাদের জন্য চটজলদি টিপস।পালন করে দেখুন, নিমেষেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল।
আর হীনমন্যতায় ভুগতে হবে না।
যা যা লাগবে_
– বেকিং সোডা (বেকিং সোডা যে কোন মুদি দোকানে পাবেন দাম ৩০ থেকে ৪০ টাকা মাত্র)
– লবন
প্রস্তুত প্রণালি_
.
– এক চা চামচ বেকিং সোডার মধ্যে এক চিমটি লবণ দিন।
– একে আপনার টুথপেস্টের সঙ্গে মেশান।
– এর পর দাঁত ব্রাশ করুন।
– এটি দাঁতের পাথর বা টারটার দূর করতে সাহায্য করবে।
– এতে হলদেটে ভাবও দূর হবে।
– ভালো ফল পেতে অন্তত সপ্তাহখানেক এটি
ব্যবহার করুন সপ্তাহে ২ বার করে।
দাঁত সাদা করার এটি একটি পরীক্ষিত ঘরোয়া টোটকা। দাঁতের বা মুখের কোনও ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা এতে নেই। আর এই কৌশলের কার্যকারিতা কতখানি, তা নিজেই যাচাই করে একবার দেখে নিন না।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

