স্পোর্টস ডেস্ক:
ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার বৃহস্পতিবার দেখা করেছেন তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরু দালাইলামার সাথে।
দেখা করার পর শচীন বলেছেন দালাই লামার আশীর্বাদ নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও কথা হয়েছে দুজনের, ‘সাক্ষাতটি ছিল দারুণ। আমি সবসময়ই এখানে আসতে চেয়েছি এবং আশীর্বাদ নিতে চেয়েছি। শুধু কিছু সময় কাটাতে এবং তার সাথে কুশল বিনিময় করতে চেয়েছিলাম। আমরা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেয়া নিয়ে কথা বলেছি।’
তবে এটাই শেষ দেখা নয়। এই সফরের শেষ দিনে শচীন আবার দেখা করবেন দালাই লামার সাথে।
উল্লেখ্য, শান্তির দূত হিসেবেই পরিচিত দালাই লামা ১৯৫৯ সালে তিব্বতে বিদ্রোহের সময় থেকে ভারতে থাকেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

