১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

বিএনপির সাবেক এমপি মোমিনের বিরুদ্ধে তদন্ত প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৯ জনকে হত্যাসহ বিভিন্ন ধরনের ৩টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খোকার বিরুদ্ধে একাত্তরে মানবতাধিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার অভিযোগে এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩ মে) ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম. সানাউল হক, এই মামলার তদন্ত কর্মকর্তা আলতাফুর রহামান উপস্থিত ছিলেন। আজই এ প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান জানান, এই মামলার একমাত্র আসামি মোমিন তালুকদারের বিরুদ্ধে বিরুদ্ধে ১৯ জনকে হত্যাসহ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ৩টি অভিযোগ রয়েছে।

২০১১ সালের ৮ মার্চ মোমেন তালুকদারের বিরুদ্ধে মামলা করেন আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদ আলী। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে ২০১৬ সালের ১৮ জানুয়ারি থেকে তদন্ত করছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমান। দুই বছরের বেশি সময় তদন্তের পর আজ এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।

আসামির বিরুদ্ধে ৬ খণ্ডের মোট ৭১৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এতে সাক্ষী করা হয়েছে ২৯ জনকে।

তদন্ত চলাকালে ২০১৭ সালের ১৮ মে মোমেন তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
প্রতিবেদনে মোমেন তালুকদারের রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় খোকা মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। ৪ দলীয় জোট সরকারের সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৩, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ