বিনোদন ডেস্ক:
বলিউড তারকা সোনম কাপুর ও তাঁর প্রেমিক আনন্দ আহুজা ৮ মে বিয়ে করছেন। প্রথম আলোর পাঠকেরা এই সংবাদ আগেই জেনেছেন। বিয়ের তারিখ ঘোষণা হওয়ার আগে কল্পনা চলছিল এক রকম। এখন দিন–তারিখ জানার পর শুরু হয়েছে আরেক রকম জল্পনা। সোনম বিয়েতে কী পরবেন? কীভাবে সাজবেন—এসব নিয়ে আলোচনা চলছে। অবশ্য এখনো এই প্রশ্নের বিশ্বাসযোগ্য কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সোনমের বিয়ের অনুষ্ঠান কবে ও কোথায় হচ্ছে, তার বিস্তারিত জানা গেছে। এমনকি গতকাল বুধবার রাতে ফাঁস হয়েছে সোনম-আনন্দের বিয়ের তিনটি অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র।
আগেই শোনা গিয়েছিল, সোনম ও আনন্দ তাঁদের বিয়েতে কোনো নিমন্ত্রণপত্র ছাপাবেন না। কারণ, এটি তাঁদের কাছে স্রেফ কাগজের অপচয়। পরিবেশসচেতন জুটি হিসেবে তাই তাঁরা অতিথিদের নিমন্ত্রণের অন্য এক উপায় বেছে নিয়েছেন। মেহদি, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার জন্য তাঁরা তিনটি ভিন্ন নিমন্ত্রণপত্র তৈরি করেছেন ঠিকই কিন্তু সেটি কাগুজে নয়, বরং ‘ই-ইনভাইটেশন’। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ও ই-মেইল ঠিকানায় সেই কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
নিমন্ত্রণপত্রের থিম প্রকৃতি। হাতে আঁকা এই কার্ডের নকশা কে করেছেন, এখনো তা প্রকাশ হয়নি। তবে কার্ড তিনটির নকশা খুব ছিমছাম ও অভিনব। সবুজাভ কার্ডগুলোতে আঁকা গাছ ও ফুলের ছবি দিয়েই সোনম-আনন্দের বিয়ের অনুষ্ঠানের ধরন ও সময় বোঝা যাচ্ছে। মেহদির কার্ডে শোভা পাচ্ছে ফুলবোঝাই এক কাঠগোলাপ গাছ। আবার বিয়ের কার্ডে হিন্দু বিয়ের অপরিহার্য উদ্ভিদ কলাপাতা।
বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সানটেক্স সিগনেচার আইল্যান্ডে ৭ মে বসবে সোনম-আনন্দের মেহদির আসর। কাপুর ও আহুজা পরিবারের পক্ষ থেকে বিকেল চারটায় অতিথিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিমন্ত্রণপত্রেই জানানো হয়েছে এদিনের ড্রেস কোড সাদা রঙের ঐতিহ্যবাহী উৎসবের পোশাক।
এর পরদিন ৮ মে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত হবে সোনম-আনন্দের বিয়ে। বিয়ের ভেন্যু বান্দ্রা রকডেল বাংলো। এটি সোনমের খালা ও ইন্টেরিয়র ডিজাইনার কবিতা সিংয়ের নিজের বাংলো। বিয়ে সম্পন্ন হলে অতিথিদের জন্য আছে মধ্যাহ্নভোজের আয়োজন। একই দিন রাত আটটায় আমন্ত্রণ জানানো হয়েছে বিবাহোত্তর সংবর্ধনার। মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন পরিবার ও বলিউডের মানুষজন।
সেখানে নাচ–গানের আয়োজন রাখা হয়েছে। তবে বিয়েতে অতিথিদের কাছ থেকে কোনো উপহার চান না সোনম-আনন্দ জুটি। নিমন্ত্রণপত্রে তাঁরা জানিয়ে দিয়েছেন, ‘আমাদের বিশেষ এই দিনে উপহার হিসেবে একমাত্র কাম্য আপনার উপস্থিতি।’