২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৯

কিয়েভে ফাইনালে মুখোমুখি রোনালদো -সালেহ

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো লিভারপুল। সেমিফাইনালের রোমার কাছে ২-৪ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় তারা। আর ফাইনালে দলটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ মে কিয়েভে ফাইনালে মাঠে নামার আগে রিয়ালকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন লিভারপুল কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘লিগ কাপের ফাইনালে গিয়েও আমরা শিরোপা জিততে পারিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমরা। আর আমাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে অভিজ্ঞ দলটি। তবে ফাইনালে আমরা তাদের সহজে ছেড়ে দিবো না। ফাইনালে আমরা আগুনে ফুটবল খেলব।’

এদিকে শেষ ম্যাচ নিয়ে এই কোচ জানান, ‘রোমা ঘরের মাঠে যথেষ্ঠ শক্তিশালী। তারা টা প্রমাণও দিয়েছি। অতিরিক্ত সময়ে সময়ে আমরা দুই দলই আক্রমণাত্মক ছিল। কী হলে কী হতো, সে বিষয়ে কোনো ধারণা ছিল না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ