২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

জেরুজালেমে দূতাবাস সরাবে না জাপান

আন্তর্জাতিক ডেস্ক:

তেল আবিব থেকে নিজেদের দূতাবাস সরানোর বিষয়ে জাপানের কোনো পরিকল্পনা নেই বলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

মঙ্গলবার রামাল্লা শহরে মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে আবে বলেন, ‘জাপানের এমন কোনো পরিকল্পনা নেই।’ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সস্ত্রীক মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন অ্যাবে। বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জাপানি প্রধানমন্ত্রী বলেন, জাপান সবসময়ই দ্বি-রাষ্ট্রীয় নীতি সমাধানে বিশ্বাস করে এবং শান্তি নিশ্চিতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। রামাল্লায় তিনি ফিলিস্তিনের অবকাঠামো নির্মাণে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ১২:৩৯ অপরাহ্ণ