২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৩

আশা ছাড়ছেন না মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে আরও একবার পরাজয়ের মালা গলায় পরেছে মুম্বাই ইন্ডিয়ানস। নিজেদের অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন প্লে অফে খেলতে হলে হাতে থাকা বাকি ৬ ম্যাচের সবকটিতে জিততে হবে তাদের। অস্তিত্ব টিকিয়ে রাখতে হার শব্দটি মুখেই উচ্চারণ করা যাবে না।

সমীকরণ-সম্ভাবনাটা বেশ আকাশছোঁয়ার মতোই। তবু আশা ছাড়ছেন না মোস্তাফিজদের অধিনায়ক রোহিত শর্মা, এখনই সব কিছু শেষ হয়ে যায়নি। সেরা খেলাটা খেলতে পারলে সেরা চারে কোয়ালিফাই করা সম্ভব। তিনি বলেন, আশাহত হওয়া যাবে না। আমরা পারি, পারব- মনোভাব রাখতে হবে। সব ম্যাচ জিততে হবে। কাজটা বেশ কঠিন। তবে সব শেষ হয়ে যায়নি। নকআউট পর্বে খেলার সম্ভবও হতে পারে।

টুর্নামেন্টের প্রথম দিকে তীরে এসে তরী ডুবিয়েছে মুম্বাই। মাঝপথে সেই দলটি এখন লড়তেই ভুলে গেছে। এমনকি হল, যার জন্য এ দশা আইপিএল ইতিহাসের সফলতম দলটির? রোহিত বলেন, পরাজিত দলে থাকা সবসময়ই হতাশার। এর দায় আমাদেরই কাঁধে নিতে হবে। আমরা স্মার্ট ক্রিকেট খেলতে পারিনি। পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে চাপে পড়েছি। এখানেই ম্যাচ হেরে গেছি। আমাদের কাজ ছিল জুটি গড়ে স্কোরকার্ড সচল রাখা। আমরা সেখানে পুরোপুরি ব্যর্থ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ