১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

টি-টোয়েন্টিতে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ: সৌম্য

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে জুনে নিরপক্ষে ভেন্যু ভারতে হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শীঘ্রই অনুশীলন ক্যাম্প শুরু হবে বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট লিগ শেষে খেলোয়াড়রা এখন বিশ্রামে আছেন। এই অবসর সময়ে কেউ কেউ নিজেদের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে সৌম্য সরকার একজন।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন টি-টোয়েন্টিতে আফগানরা কঠিন প্রতিপক্ষ। সৌম্য বলেন, ‘যদি টি-টোয়েন্টি হয় তাহলে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ হবে। কারণ, তাদের বোলিং বিভাগ অনেক ভালো। তারপর আমাদের দলও এখন অনেক ভালো। তারাও জানে কিভাবে তাদের সামলাতে হবে, কিভাবে খেলতে হবে। আসলে সবচেয়ে বড় কথা এখন আমরা জানি কিভাবে আধিপত্য বিস্তার করে খেলতে হয়। আমাদের দলের সবাই এখন যেভাবে খেলছে, সবার এখন যেমন আত্মবিশ্বাস, সেভাবে যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই তাদেরকে ভালোভাবে হারানো সম্ভব।’

নিজের ফিটনেসের বিষয়ে সৌম্য বলেন, ‘এখন একটু ফিটনেস নিয়ে বেশি চিন্তা। ক্যাম্প শুরু হলে তারপর চিন্তা করব ওই সময় কি খেলা আছে। কাছাকাছি আসলে একটা লক্ষ্য নির্ধারনের পরিকল্পনা করব। এখন একটা টার্গেট ঠিক করতে হবে। এখন কিছুদিন বিশ্রাম আছে। তারপর ফিটনেস ক্যাম্প।

চিন্তা করছি এখান থেকে নিজেকে আরও কতটুকু ফিট করা যায়। বাকি ছয়মাস যেন ওই ফিটনেসের উপর দিয়ে ভালো ভাবে চলে যেতে পারি। এখনও ইনজুরিতে পড়িনি। এখনও সুস্থ আছি। চেষ্টা করছি সুস্থ কিভাবে থাকা যাবে। তার জন্য ফিট থাকতে হবে। ফিটনেসে একটু বেশি কাজ করছি। এখন অনেক গরম। ফিট থাকলে আমার কাছে মনে হয় নিজেকে ধরে রাখা সম্ভব।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ