আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে বন্দুকধারী জঙ্গিদের গুলিতে কমপক্ষে ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরের তারমিয়া শহরে এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তারমিয়া শহরের যে এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি চালাচ্ছে। তবে সামরিক বাহিনীর ওই বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।
২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছিল। গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় ঘোষণা দেয় ইরাক সরকার। এর পর থেকে বিভিন্ন সময় দেশটিতে জঙ্গিগোষ্ঠী হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে চলেছে।
দৈনিক দেশজনতা/ এন আর