১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০২

ঝিনাইদহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঝিনাইদহ প্রতিবেদক:

ঝিনাইদহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের নাম আসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চার জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া অটোরিকশার আরও সাত যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ২, ২০১৮ ৩:৫১ অপরাহ্ণ