নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে ৩৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে এক আন্তঃজেলা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের জগত বাররা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জগত বাররা গ্রামের রুমেজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ প্যাকেটে ৩৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুলের স্ত্রী পারভীন বেগম পালিয়ে যায়।
মির্জাপুর থানা উপ-পরিদর্শক শফিকুল আলম জানান, গ্রেপ্তার শফিকুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসা করে। তার নামে দেশের কয়েকটি জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। স্ত্রী পারভীন ছাড়াও ধামরাই এলাকার আব্দুল বারেক, হাসমত, ফরহাদ, ইয়ার উদ্দিন, শওকত আলী নামে তার আরও পাঁচ সহযোগী রয়েছে বলে পুলিশকে জানিয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানিয়েছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

