স্পোর্টস ডেস্ক:
আগের দিন বার্ষিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে।র্যাঙ্কিংয়ে আগের মতো ৭ নম্বরেই আছে বাংলাদেশ। তবে পয়েন্ট বেড়েছে ৩টি। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩।
ওয়ানডেতে বাড়লেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২ পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৭৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো ১০ নম্বরে।
এ হালনাগাদে বাদ হয়ে গেছে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ।
হালনাগাদ বড় দুঃসংবাদ বয়ে এনেছে ভারতের জন্য। ভারতীয়দের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছে ইংল্যান্ড। ২০১৩ সালের জানুয়ারির পর এই প্রথম ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল ইংলিশরা। ৮ পয়েন্ট বেড়ে ইংল্যান্ডের হয়েছে ১২৫। ১ পয়েন্ট কমেছে ভারতের, ১২২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে দুইয়ে।
দৈনিক দেশজনতা/ এন আর