১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

সুযোগ পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ান ৩ ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বেশ কঠিনই শাস্তি দিয়েছে অস্ট্রেলিয়ান কতৃপক্ষ। সব ধরনের ক্রিকেট থেকে স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। অপরদিকে ব্যানক্রফট অবশ্য কম শাস্তি পেয়ে নয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ হয়েছেন স্মিথ ও ওয়ার্নার। ব্যানক্রফট বাদ হয়েছেন সমারসেট দল থেকে। মরার উপর খাঁড়ার ঘাঁয়ের মতো যোগ হয়েছে কেন্দ্রীয় চুক্তি থেকে এই তিন ক্রিকেটা্রকে বাদ দেয়া। তবে এবার নমনীয় হতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটার আবার সুযোগ পেতে যাচ্ছেন। তেমনটাই ইঙ্গিত দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
গত মার্চে কেপটাউন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বল টেম্পারিংয়ের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটায় অস্ট্রেলিয়া। টিভিতে দেখা যায়, হলুদ বস্তুর মতো কিছু একটা দিয়ে বল ঘঁষছেন ব্যানক্রফট। দ্রুতই তিনি বস্তুটি প্যান্টের ভেতর লুকিয়ে ফেলেন। অবশ্য, নিজেরাই এই কেলেঙ্কারির কথা স্বীকার করে নেন। এরপরই ফুঁসে ওঠে অস্ট্রেলিয়া। একের পর এক সুযোগ হারাতে থাকেন এই তিন ক্রিকেটার।
এবার তাঁদের সুখবর জানালেন সাদারল্যান্ড। তিনি বলেন, ‘সবারই ভুল শুধরানোর সুযোগ পাওয়া উচিত। অস্ট্রেলিয়া চাচ্ছে তাদের ফিরিয়ে আনতে। তাদের এই সুযোগ প্রাপ্য।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মিস করছে। আমি তাদের প্রতি ক্ষমাশীল। আমি তাদের প্রতি সহানুভূতিশীল এবং চাই তারা ফিরে এসে নিজেদের সেরা খেলাটা উপহার দিক। আমার বিশ্বাস তারা নিজেদের প্রমাণ করার মতো যথেষ্ট সামর্থ্যবান।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ